সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন
মালদ্বীপের ঘরোয়া ফুটসাল ফুটবলের ফাইনালে ৪ গোল করে নিজ দল ধিবেহি সিফাইঙ ক্লাবকে চ্যাম্পিয়ন করেছেন বাংলাদেশের গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন।গতকাল (৩ নভেম্বর) বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে সাবিনাদের দল ১০-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রতিপক্ষ এমপিএলকে।
সাবিনা খাতুন একাই করেছেন ৪ গোল। বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়া করেছেন ১ গোল।দুর্দান্ত টুর্নামেন্ট কাটানো সাবিনা খাতুন ফাইনালসেরা, টুর্নামেন্টসেরা এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন।