বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
স্পোর্টস ডেক্স:
দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দেশের সাবেক অধিনায়কদের মতামত ও পরামর্শ জানতে আজ তাদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি সভাপতির সাথে এটি ছিল সাবেক অধিনায়কদের প্রথম সাক্ষাৎ ছিল। বিসিবি প্রধান নিজেও একজন সাবেক অধিনায়ক।
বৈঠকে গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, লিটন দাস, মোমিনুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সাবেক অধিনায়ক রাজিন সালেহ বলেন, ‘বিসিবি সভাপতি ফারুক ভাইয়ের আমন্ত্রণ পেয়ে আমরা এখানে এসেছি। আমরা মূলত বিপিএল নিয়ে কথা বলেছি, বিপিএল কিভাবে চালানো উচিত এবং কিভাবে ক্রিকেটের আরও উন্নতি করা যায়-আমরা এসব বিষয়ে কথা বলেছি।’
রাজিন আরও বলেন, ‘আমরা পাঁচ বা ছয়জন অধিনায়ক উপস্থিত ছিলাম এবং দুই বা তিনজন জুমের মাধ্যমে সংযুক্ত ছিল।’
তিনি জানান, ঘরোয়া ক্রিকেটের উন্নতি এবং অবকাঠামোগত সুবিধা নিয়েও আলোচনা হয়েছে।
রাজিন বলেন, ‘আমরা এনসিএল টি-টোয়েন্টি এবং ঘরোয়া ক্রিকেট নিয়েও কথা বলেছি। ভবিষ্যতে বিপিএলে আরও ভাল ফ্র্যাঞ্চাইজি আনা ও কিভাবে ভাল টুর্নামেন্ট করা যায় সেটি নিয়েও কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘আসলে, সময় কম ছিল। ফারুক ভাই বলেছেন, আরও আলোচনার জন্য আমাদের আবারও আমন্ত্রণ জানাবেন তিনি। সর্বোপরি আলোচনা ছিল, কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’
বৈঠকে সভাপতির সাথে থাকা বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানান, ক্রিকেটের আরও উন্নতির লক্ষ্যে অধিনায়কদের সাথে মতবিনিময় করা হয়েছে।
ফাহিম বলেন, ‘সাক্ষাতের সময় আমরা কিছু মতামত বিনিময় করেছি। বিপিএল শেষ, আমরা এটি নিয়ে আলোচনা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের বর্তমান ক্রিকেটার লিটন দাস এবং মোমিনুল হকও বৈঠকে ছিলেন। ক্রিকেটের বর্তমান অবস্থা সবচেয়ে ভালো জানে তারা।
ফাহিম বলেন, ‘প্রত্যেক অধিনায়ক তাদের নিজস্ব মতামত দিয়েছেন। আমরা কোথায় উন্নতি করতে পারি, কোথায় পরিবর্তন দরকার বা কোথায় ভালো করছি না, এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বোর্ড অবশ্যই এই আলোচনাকে খুব গুরুত্ব দেবে এবং কিছু সিদ্ধান্ত নেওয়া হবে যা আমরা আগামী দিনে দেখতে পাব।’