শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজঘাট চা বাগান খেলার মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে রাজঘাট ইউনিয়ন বিএনপি’র নেতা মো: হাসানুল হক দুললোর সভাপতিত্বে ও রাজঘাট ইউনিয়ন বিএনপি’র নেতা সুমন তাতীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন।
এসময় যুবদল নেতা আজির উদ্দিন, যুবদল নেতা ও সাংবাদিক রুবেল আহমেদ, রাজঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কানাই লাল গোয়ালা, মনোরঞ্জন গোয়ালা, হেলাল উদ্দিন, রুবেল আহমেদ, রাজকুমার শীলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় সুরমা চা বাগানের বিশ্বনাথ তাঁতির টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৫০ হাজার টাকার পুরস্কার জিতে নেয়। খেলায় একই বাগানের লতিফ মেম্বারের টিম রানার্সআপ হয়ে ২৫ হাজার টাকা পুরস্কারে হিসে জিতে নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। সমাপনী পর্বে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আয়োজকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।