টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে ১৩ লাখ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২।গতকাল (২ জুন) বৃহস্পতিবার সকালে জেলার রাবনা বাইপাস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে ১২৭ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল এবং নগদ এক হাজার টাকাসহ আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব ১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান।আটককৃত মাদক ব্যবসায়ী রাজশাহীর গোদাগারী থানার কানাপাড়া এলাকার আহাদুল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম এবং মৃত আব্দুস সামাদ মিয়ার মেয়ে মোছা. বেগম।
পরে আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা হেরোইন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে। পরে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে চাহিদা অনুযায়ী বিক্রি করে।
র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, ধৃত আসামিদের বিরুদ্ধের টাঙ্গাইল জেলার সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.