মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
খায়রুল খন্দকার টাঙ্গাইল :
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবস উদযাপন শুরু হয়।
এদিন উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাইবুল ইসলাম শোয়েব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক রাজিব হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খায়রুল খন্দকার, সাধারণ সম্পাদক ও চ্যানেল এস ভূঞাপুর প্রতিনিধি হাদী চকদার সহ সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।