মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
মোঃ রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে নারীর ক্ষমতায়ন, সংগ্রাম ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৪ নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে চারজন নারীর জীবনযুদ্ধ, সাফল্য, সমাজে অবদান ও অনুকরণীয় ভূমিকার ভিত্তিতে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়।
সফল জননী ক্যাটাগরি: মোসা: রজবা বেগম
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য: ডা. ইসরাত জাহান
শিক্ষা ও কর্মক্ষেত্রে অনুকরণীয় নারী: সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা
নির্যাতন জয়ী ও জীবনসংগ্রামে বিজয়ী নারী: হোসনা আক্তার
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা ইভা বেগম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়ার আদর্শ ও নারীর অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা তুলে ধরে বলেন, সমাজ পরিবর্তন ও উন্নয়নে নারীর অদম্য ভূমিকা প্রতিনিয়তই এগিয়ে যাচ্ছে। সম্মাননাপ্রাপ্ত নারীদের এই অর্জন আগামী প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।