উত্তর বাড্ডার সাঁতারকুল রোডের একটি ফার্নিচারের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
আজ (২৮ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, রাজধানীর উত্তর বাড্ডার বারিধারা এলাকায় একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুনে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার সব ফার্নিচার ভস্মীভূত হয়েছে। তিন তলা ওই ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসী জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF