রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নানা আয়োজনে শুরু বর্ষবরণ লোহাগাড়ায় চট্টগ্রামে বন্য হাতি হত্যা করে দাঁত নিয়ে গেলো শিকারিরা হাতি হত্যা, ২০ জনকে খুঁজছে পুলিশ চকরিয়ায় বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ২ যুবক উখিয়ায় রাতের আধারে বনবিভাগের অভিযানে ডাম্পার জব্দ কমছে হাতির সংখ্যা, ৬ মাসেই বহু হাতি হত্যা বৈদ্যুতিক তারের ফাঁদে বেশি হাতি হত্যা করা হচ্ছে জামায়েতের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ চন্দনাইশে ধর্ষণ করতে গিয়ে চিৎকার করায় ভাগনিকে হত্যা করল মামা, নানা-নানীকেও জবাইয়ের চেষ্টা উখিয়ায় ৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বনবিভাগ নওগাঁর মহাদেবপুরে অপবাদের জেরে সংখ্যালঘু হিন্দু গৃহবধূ বৃন্দা রানী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের বিবৃতি: গাজার পক্ষে শান্তিপূর্ণ হরতাল এবং মানবতার রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান

নাপোলিকে মাটিতে নামিয়ে শেষ ষোলোয় বার্সা

ইতালিয়ান দলটি ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও প্রতিপক্ষের উজ্জীবিত পারফরম্যান্সে পেরে উঠল না। দুর্দান্ত জয়ে ইউরোপা লিগের শেষ ষোলোয় উঠল শাভি এরনান্দেসের দল। দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে গতকাল (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে প্লে-অফের ফিরতি লেগে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা।

দারুণ উজ্জীবিত ফুটবলই খেললো বার্সোলোনা। আলো ঝলমলে পারফরম্যান্সে ইতালিয়ান ক্লাব নাপোলিকে উড়িয়ে দিয়ে জাভি হার্নান্দেজের দল নাম লেখালো ইউরোপা লিগের শেষ ষোলোতে।

দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে গতকাল (২২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে প্লে-অফের ফিরতি লেগে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে কাতালান ক্লাবটি।

প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সা। বিরতির পর করে আরও এক গোল।আট মিনিটের মাথায় লিড নেয় জাভির দল। পিয়েরে-এমেরিক অবামায়েংয়ের বাড়ানো বল ধরে নিজেদের অর্ধ থেকে এগিয়ে যান এডামা ত্রাওরে। নাপোলির ডিফেন্ডারদের পাশ কাটিয়ে তিনি বল দেন জর্ডি আলবাকে। দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন আলবা।

পাঁচ মিনিট পর দ্বিতীয় গোলটি ছিল আরও সুন্দর। এবার জাল কাঁপান ফ্রেংকি ডি ইয়ং। পেনাল্টি এরিয়ার বাইরে থেকে নেওয়া ডাচ মিডফিল্ডারের বাঁকানো শট ম্যাচে নিয়ন্ত্রণ এনে দেয় বার্সাকে।

তবে দলটা যেহেতু বার্সা, নাটক একটু হতেই হবে! ২৩ মিনিটে মার্ক আন্দ্রে টার স্টেগানের ভুলে লড়াইয়ে ফেরে নাপোলি। বার্সা গোলরক্ষক সামনে এসে বল আটকাতে গিয়ে ধাক্কা দিয়ে বসেন নাপোলি স্ট্রাইকার ভিক্টর অসিমহেনকে। পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি লরেঞ্জো ইনসিনিয়ে।

তবে বার্সা সেই ভুলের আফসোস কাটিয়ে নেয় প্রথমার্ধেই। বিরতির ঠিক আগমুহূর্তে জেরার্ড পিকে ব্যবধান ৩-১ করেন। কর্নার আটকাতে গিয়ে নাপোলি তালগোল পাকিয়ে ফেললে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান পিকে। স্প্যানিশ ডিফেন্ডার সহজেই করেন লক্ষ্যভেদ।

দ্বিতীয়ার্ধ তুলনামূলক লড়াই হয়েছে কম। তবে এক ঘণ্টার আগেই এক হালি পূর্ণ করে বার্সা। ডানদিক থেকে ত্রাওরের ক্রস খুঁজে পায় অবামায়েংকে। পোস্টের ওপরের কোণা দিয়ে গোলটি করেন গ্যাবন স্ট্রাইকার।

শেষদিকে এসে ব্যবধান কমায় নাপোলি। নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে (৮৭ মিনিট) বাঁ পায়ের শটে গোল করেন পলিতানো। তবে তাতে জাভির দলের উৎসবের রাতকে হতাশায় পরিণত করতে পারেনি স্বাগতিকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com