অনলাইন ডেস্কঃ
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার আকাশ হামলায় তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।বুধবার দিবাগত রাত তিনটার সময় হামলা শুরু করে রাশিয়া।
কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, দিয়েসনিয়াস্কি এলাকায় দুই শিশু নিহত হয়েছে। তিনি লিখেছেন, ‘দিয়েসনিয়াস্কি শহরে তিন নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। যাদের একজনের বয়স ৫-৬ ও ১২-১৩।’
এছাড়াও কিয়েভের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জানা গেছে, মেডিকেল ও আবাসিক এলাকার ভবন লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF