বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে বৃষ্টি নামে। বৃষ্টি থামার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় লাঞ্চের পরও ৩ ঘন্টার বেশি সময় খেলা বন্ধ থাকে। অবশেষে বিকেল ৪টায় ফের শুরু হয়েছে খেলা।
প্রতিবেদন লেখার সময় সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ২১৫ রান।
ধনাঞ্জয়া ডি সিলভা ৩৪ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৬ রানে অপরাজিত আছেন। এরই মধ্যে ১২৬ বলে ৫১ রানের জুটি গড়েছেন তারা। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩৬৫ রান করে। টাইগারদের চেয়ে আরো ১৫০ রানে পিছিয়ে আছে লঙ্কানরা, হাতে আছে ৬ উইকেট।
এর আগে, ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই কাসুন রাজিথাকে বোল্ড করে দেন এবাদত হোসেন। এরপর দলীয় ১৬৪ রানে লঙ্কান দলপতি দিমুথ করুণারত্নকে বোল্ড করেন সাকিব। ১৫৫ বলে ৮০ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপরই জুটি বেধেছেন ম্যাথুজ ও ধনাঞ্জয়া।