বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:১১ অপরাহ্ন
দলের মহাবিপদের সময় হাল ধরেছিলেন। আরও একবার প্রমাণ করেছেন নিজের ‘মি. ডিপেন্ডেবল’ উপাধির গুরুত্ব। চট্টগ্রামের পর ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৯ম টেস্ট সেঞ্চুরি তুলে নিতে মুশফিকের সময় লেগেছে ২১৮ বল, হাঁকিয়েছেন ১১টি বাউন্ডারি।
এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তিনি ১০৫ রান করেছিলেন। আজ মুশফিকের আগে সেঞ্চুরি পূরণ করেন লিটন দাস। ২৪ রানে ৫ উইকেট পতনের পর দুজনের ৬ষ্ঠ উইকেট জুটিতে এখন পর্যন্ত ২২৪* রান এসে গেছে।
টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশি ব্যাটাররা আউট হওয়ার মিছিল শুরু করে দেন! স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই কাসুন রাজিথার করা প্রথম ওভারের দ্বিতীয় বলে ‘ডাক’ মারেন মাহমুদুল হাসান জয়। নাজমুল হোসেন শান্ত এসে একটি বাউন্ডারি মেরে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পরের ওভারেই আসিথা ফার্নান্দোর বলে ‘ডাক’ মারেন আগের ম্যাচেই সেঞ্চুরি করা তামিম ইকবাল। অধিনায়ক মুমিনুল হক দলকে আবারও বিপদে ফেলেন আলাগা শট খেলে। ফার্নান্দোর দ্বিতীয় শিকার হন ৯ রান করে।
৭ম ওভারে শান্তকে (৮) বোল্ড করে দেন রাজিথা। পরের বলেই সাকিব মারেন ‘গোল্ডেন ডাক’। ২৪ রানে নেই পাঁচ উইকেট! যার মধ্যে তিনজনই ‘ডাক’ মেরেছেন। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম আর লিটন দাস। দুজনের দুর্দান্ত জুটিতে এগিয়ে যেতে থাকে বাংলাদেশের স্কোর। দুজনেই সমানতালে ব্যাটিং করছিলেন। খারাপ সময় পার হওয়ার পর দর্শকদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায়, দুজনের মধ্যে কে আগে সেঞ্চুরি করেন? শেষ পর্যন্ত লিটনই আগে পৌঁছে যান তিন অংকে। হাঁকিয়েছেন ১৩টি বাউন্ডারি। সেঞ্চুরির পর দ্রুত রান তুলছিলেন লিটন। অন্যদিকে তিন অংকের দিকে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। ক্যারিয়ারের ৯ম টেস্ট সেঞ্চুরি তুলে নিতে তার সময় লেগেছে ২১৮ বল, হাঁকিয়েছেন ১১টি বাউন্ডারি। দুজনের অবিচ্ছিন্ন ২২৪* রানের জুটিতে এখন পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২৪৮ রান।