মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
টাঙ্গাইলের নাগরপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত (ক-শ্রেণি) ঘোষনা করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১৭ এপ্রিল) রবিবার বিকেলে উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠিত যৌথ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল,
ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রাসহ সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, উপজেলা অশ্রয়ণ প্রকল্প বাস্তরায়ন ও টাস্কফোর্স কমিটির সমস্বয়ের অতিথিরা উপস্থিত ছিলেন।