বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ অপরাহ্ন
১৬ ম্যাচ অপরাজিত থাকা জুভেন্টাসকে অবশেষে হারের স্বাদ দিলো ইন্টার মিলান। দাপুটে খেলেও গোল না পাওয়া জুভদের কপাল পুড়েছে বিতর্কিত এক পেনাল্টিতে।ঘরের মাঠে রোববার রাতে সেরিআর ম্যাচে খেলার ধারার বিপরীতে হাকান কালহানোগ্লুর একমাত্র গোলে জিতেছে ইন্টার মিলান।
ম্যাচে মোট ২২টি শট নেয় জুভেন্টাস, যার মধ্যে মোটে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে পাঁচ শটে মাত্র একটিই লক্ষ্যে ছিল ইন্টারের এবং সেটিতেই তারা পেয়ে গেছে জয়সূচক গোল।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে স্বাগতিকরা, যার মধ্যে বর্ষীয়ান ডিফেন্ডার জর্জিও চিয়েল্লিনির ভুল ছিল চোখে পড়ার মতো। ম্যাচের নবম মিনিটে জটলার মধ্যে বল গোলরক্ষকের একদম মুখের সামনে পেয়েও ভালোভাবে পায়ে লাগাতে পারেননি তিনি, ক্রসবারে লেগে বেঁচে যায় ইন্টার।
৪৩তম মিনিটে ডেনজেল ডামফ্রিস ডানদিকে ডি-বক্সের কাছে পড়ে গেলে ভিএআর দেখে ইন্টারকে পেনাল্টি দেন রেফারি। জুভেন্টাসের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও কাজে আসেনি।
এরপর বড় নাটক। কালহানোগ্লুর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ফিরতি বল জটলার মধ্যে দুই দলের কাড়াকাড়ির পর জুভেন্টাস মিডফিল্ডার আদ্রিওঁ রাবিওর হাতে লেগে জড়ায় জালে।
ভিএআর দেখে ফের পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। দ্বিতীয়বারে আর কোনো ভুল করেননি তুরস্কের মিডফিল্ডার কালহানোগ্লু। ডানদিকে ঝাঁপিয়ে পড়েও এবার বলের নাগাল পাননি ভয়চেখ স্ট্যাসনি।
পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে খেলতে থাকে জুভেন্টাস। তবে দিবালা ও দুসান ভ্লাহোভিচ সহজ দুটি সুযোগ নষ্ট করার পর দেনিস জাকারিয়ার প্রচেষ্টা হান্দানোভিচ ঠেকিয়ে দিলে গোলের দেখা আর পাওয়া হয়নি স্বাগতিকদের।
ইন্টারের এই জয়ে শিরোপা লড়াই বেশ জমে উঠেছে। শীর্ষে থাকা এসি মিলানের পয়েন্ট ৬৬, সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি। ইন্টার এখন ৬৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।