সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
আর্জেন্টিনা ফুটলব দল যেন হারতেই ভুলে গেছে! ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ব্রাজিল। এরপর কেটে গেছে এক হাজারটি দিন, আর্জেন্টিনাও খেলে ফেলেছে ৩১টি ম্যাচ। তবে এই ৩১ ম্যাচে কোনো দলই হারাতে পারেনি আর্জেন্টিনাকে।
বুধবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ১-১ গোলে ড্র করে নিজেদের ইতিহাসে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে আর্জেন্টিনা। টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটি অবশ্য রয়েছে ইতালির দখলে। টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল ব্রাজিল ও স্পেনও।
২০১৯ সালের কোপা আমেরিকার পর লাতিনের শক্তিশালী দলগুলোর বিপক্ষে কয়েকটি করেই ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে পরাশক্তি ব্রাজিলের বিপক্ষেও খেলেছে তিন ম্যাচ। কিন্তু কোনো ম্যাচেই আর্জেন্টিনাকে হারাতে পারেনি ব্রাজিল। বরং ব্রাজিলের মাঠে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা জিতে নিয়েছে ২০২১ সালের কোপা আমেরিকার শিরোপা। এই ৩১ ম্যাচের মধ্যে ২১টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, বাকি ১০টি ম্যাচ ড্র হয়েছে।
ইউরোপের পরাশক্তি দলগুলোর মধ্যে কেবল জার্মানির বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে জার্মানি ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনার বিপক্ষে।