মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ থেকে বিদায়টা ভালো হলো না চন্ডিকা হাথুরুসিংহের। প্রথম মেয়াদে একটি ই-মেইল লিখেই চাকরি ছেড়ে গিয়েছিলেন। সেই হাথুরুকে বলতে গেলে হাতেপায়ে ধরে দ্বিতীয় মেয়াদে কোচ বানিয়ে নিয়ে আসেন তখনকার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
হাথুরুর অধীনে ওয়ানডে বিশ্বকাপে যাচ্ছেতাই পারফরম্যান্স করে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে সম্প্রতি টেস্ট সিরিজ জয়ের পর মনে হচ্ছিল, এ যাত্রায় বেঁচে যেতে পারেন হাথুরু। কিন্তু ভারত সফরে আবারও যাচ্ছেতাই। দুই টেস্টের সিরিজে বাজেভাবে নাকাল হওয়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও লড়তে পারেনি নাজমুল হোসেন শান্তর দল।
ঢাকায় ফেরেন হাথুরু। তবে ঢাকায় আর থাকা হচ্ছে না তার। আজ (মঙ্গলবার) পেয়েছেন বরখাস্ত হওয়ার খবর। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুর সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে আগেভাগেই তাকে বিদায় করা হচ্ছে। সবমিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে কেমন ছিল হাথুরুসিংহের দুই অধ্যায়?
২০১৪ সালের মে মাসে প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন হাথুরু। ছিলেন ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত।
সবশেষ ভারত সফরে দুই টেস্টে চরমভাবে পর্যদুস্ত হয় বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও একই অবস্থা। ভারত টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ (২৯৭) রানের সংগ্রহ গড়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে।
দলের সাফল্যের বিচারে হাথুরু বাংলাদেশের অন্যতম সেরা কোচ। তবে মাঠের ফল নয়, মাঠের বাইরে অনেক কারণে সমালোচনার শিকার হন এই কোচ। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি এবং অনেক ক্রিকেটারের সঙ্গে অসদাচরণের অভিযোগ আছে তার বিরুদ্ধে।