শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
জন হিউজের সিনেমা ‘সিক্সটিন ক্যান্ডেল’। ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রায় ৪০ বছর পর পরবর্তী প্রজন্মের জন্য নতুন করে নতুন আঙ্গিকে পর্দায় আসছে।
‘সিক্সটিন ক্যান্ডেল’ এ অভিনয় করেছিলেন মলি রিংওয়াল্ড, মাইকেল শোয়েফ্লিং এবং অ্যান্থনি মাইকেল হল। সিনেমাটির কাহিনি ছিলো স্যামের ১৬তম জন্মদিনের জন্য অপেক্ষা করছেন। তবে পরের দিন তার বোনের বিয়ে হচ্ছে, তাই সে বুঝতে পারে তার বিশেষ দিনটি পরিবারের সবাই ভুলে গেছে।
সেলেনা গোমেজ, তানিয়া সারাচো এবং গ্যাব্রিয়েলা রেভিলা লুগো নতুন করে ‘ফিফটি ক্যান্ডেল’ নামে কমেডি সিরিজ তৈরি করবেন। সিরিজটির সময়সীমা আধা ঘণ্টা।
তানিয়া সারাচো তার ওজালা প্রোডাকশন ব্যানারের অধীনে গ্যাব্রিয়েলা রেভিলা লুগো এই প্রকল্পের লেখক এবং নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করছেন।
সেলেনা গোমেজ তার মুন প্রোডাকশনের ব্যানারে নির্বাহী প্রযোজনাও করেন। ওজালা প্রোডাকশনের ক্রিস্টিন ডেভিলাও এক্সিকিউটিভ প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন।সেলিনা বর্তমানে ‘স্টারলেট’ এ অভিনয় করেছেন। সম্প্রতি কমেডি ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ প্রযোজনা করেছেন তিনি।