সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চ বাঙালি জাতির জীবনে স্মরণীয় দিন। ওই দিনের ভাষণ ছিল বাঙালির স্বাধীনতার ডাক।
আজ (৭ মার্চ) সোমবার ‘ঐতিহাসিক ৭ মার্চ’ পালন উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবনদর্শনের অন্যতম দিক ছিল মানুষের জন্য ভালোবাসা। বাংলা ও বাঙালির অস্তিত্ব রক্ষার জন্য তিনি আজীবন ত্যাগস্বীকার করে গেছেন। জীবনের মূল্যবান সময়ে কারাবরণ করেছেন।
৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে উল্লেখ করে মন্ত্রী নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ চর্চার মাধ্যমে দেশপ্রেমিক হিসেব গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।