রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
ময়মনসিংহের ভালুকায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ নং মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপি আয়োজনে,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সাইফুল্লাহ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম বলেন—
“দেশনেত্রী মা-জননী খুবই অসুস্থ। মা-বোনেরা, চাচা-ভাই, বন্ধুগণ—আপনারা সবাই দু’হাত তুলে দোয়া করবেন। আল্লাহ পাক যেনো আমাদের নেত্রীকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ,মজিবুর রহমান মজু, রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ , সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ সুজন, সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বসাধারণ।
অনুষ্ঠানে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।