রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
মো. সেলিম উদ্দিন খাঁন
অভিযোগ উঠেছে—ফসল রক্ষার নামে কারেন্টযুক্ত জাল বা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর থেকে হাতিটির নিথর দেহ পড়ে আছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়ায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছে বনবিভাগের একটি দল।
স্থানীয়রা জানান, ভোরবেলা তাঁরা প্রথম হাতিটির লাশ দেখতে পান। বিশালদেহী প্রাণীটিকে নিশ্চুপ পড়ে থাকতে দেখে মুহূর্তেই এলাকায় ভিড় জমে যায়। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে প্রাথমিক তদন্ত শুরু করেন। তাঁদের ধারণা—ফসল রক্ষার উদ্দেশ্যে পাতা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে নমুনা সংগ্রহসহ প্রয়োজনীয় পরীক্ষার কাজ চলছে।
বন্য হাতির এমন করুণ মৃত্যু এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। পরিবেশবাদীরা বলছেন, মানুষের সঙ্গে বন্যপ্রাণীর দ্বন্দ্ব বাড়লেও বৈদ্যুতিক ফাঁদ কোনোভাবেই সমাধান হতে পারে না। বরং এ ধরনের জীবনঘাতী ফাঁদ মানুষ, বন্যপ্রাণী এবং পুরো পরিবেশের জন্য ভয়াবহ বিপদ বয়ে আনে।