বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন চিকনছড়া এলাকায় র্যাব-৭ এর মাদকবিরোধী অভিযানে ৫১ কেজি গাঁজাসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চিকনছড়া এলাকার একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। তথ্যের ভিত্তিতে গত ২৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে ভোর আনুমানিক ৭টা ৩০ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা কৌশলে তাদের আটক করে। আটককৃতরা হলেন—
১️⃣ **মোঃ নুরন্নবী (৪৩)**, পিতা মৃত মোস্তফা
২️⃣ **মোঃ আবুল বাশার (২৭)**, পিতা মোঃ আবুল হাশেম
৩️⃣ **মোঃ আব্দুল করিম (৩০)**, পিতা মোঃ আব্দুল রহিম সওদাগর
— তিনজনই চট্টগ্রামের ভূজপুর থানার চিকনছড়া এলাকার বাসিন্দা।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক আসামিদের দেখানো মতে বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে মোড়ানো মোট ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।