শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সরকারি কাজের নাম করে দীর্ঘদিন ধরেই উর্বর ধানী জমির মাটি কাটছেন— একটি প্রভাব মহল কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে এক লক্ষ ইয়াবা জব্দ চট্টগ্রামে এক মাসে তিন জেলা প্রশাসক, ২৯ দিনেই বদলি সাইফুল, নতুন দায়িত্বে জাহেদুল মিঞা নওগাঁ সুজন-সুশাসনের জন্য নাগরিক” সুজন-এর ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে জামায়াত প্রার্থী এডভোকেট আব্দুর রব এর মতবিনিময় পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৭ হাজার টাকায় আনজুমান ট্রাস্টের এক্সিউটিভ সভা অনুষ্ঠিত সন্ত্রাস দমন আইনে চকরিয়ায় ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে: সালাহউদ্দিন নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রঙ্গণে ৫০০ কাব স্কাউটের মিলন মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত 

সারাদেশে একযোগে টাইফয়েড (টিসিভি) টিকাদান কর্মসূচির উদ্বোধন: কমলগঞ্জে প্রথম দিনে উৎসবমুখর পরিবেশে টিকাদান শুরু

মৌলভীবাজার প্রতিনিধি:

শিশুদের প্রাণঘাতী রোগ টাইফয়েড প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকাদান কর্মসূচি। এই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ অক্টোবর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় উদ্বোধনী টিকাদান ক্যাম্পেইন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আশরাফুল আলম,সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রাহিম বাবর,

এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক পরিমল কান্তি।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন,

 

“সরকারের এই টিকাদান কর্মসূচি শিশুস্বাস্থ্যের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব। এই কার্যক্রম সফল করতে শিক্ষক, অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

 

 

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন,

 

“টিসিভি টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এই টিকা গ্রহণের মাধ্যমে টাইফয়েড সংক্রমণের ঝুঁকি প্রায় শতভাগ হ্রাস পাবে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই—তাই অভিভাবকরা নিশ্চিন্তে সন্তানদের টিকা দিতে পারেন।”

 

এ সময় মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আশরাফুল আলম বলেন,

 

“কমলগঞ্জ উপজেলায় সব টিকাদান কেন্দ্রেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি স্বাস্থ্যকর্মী দায়িত্বশীলভাবে কাজ করছেন যাতে কোনো শিশুই বাদ না যায়।

 

 

সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবি বলেন- অভিভাবকরা যেন ভয় না পান এই টিকা সম্পূর্ণ নিরাপদ। শিশুদের টিকা গ্রহণে উৎসাহিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

 

 

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুর রাহিম বাবর বলেন,

শিক্ষার্থীদের নিয়মিত টিকা গ্রহণের বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা সবসময় সচেতন থাকবেন। স্বাস্থ্যকর ভবিষ্যৎ প্রজন্ম গঠনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর।

শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে টিকা গ্রহণ করেন।

 

সরকারের উদ্যোগে চলমান এ কর্মসূচির মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি শিশু টাইফয়েড (টিসিভি) টিকার আওতায় আসবে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com