শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন ও তথ্য আপা কেন্দ্র আয়োজনে শুক্রবার সকালে হলরুমে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মোহনপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (অঃদাঃ) জোবায়দা সুলতানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনডিসি মমতাজ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা সংস্থা নিবাহী পরিচালক অতিরিক্ত সচিব শাহানারা শারমিন, তথ্য আপা প্রকল্প (2য়) পযার্য়ের শাহানাজ বেগম নীলা, উপ-প্রকল্প পরিচালক যুগ্ম সচিব এস.এম নাজিমুল ইসলাম, উপ সচিব মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ন হাসিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া প্রমূখ।
এসময় বাল্যবিবাহের কুফল, নারী নির্যাতন প্রতিরোধ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারী ক্ষমতায়ন নিয়ে আলোচনা হয়।