শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে পুঠিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি জমিতে প্রাচীর নির্মাণ শুরু করলে বাজারের ব্যবসায়ী এবং স্থানীয়রা তা অবৈধ দাবি করে প্রতিবাদ করেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাশের খাস জমি ও মাঠ সংলগ্ন জায়গায় সাপ্তাহিক হাট বসছে। তারা দাবি করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সীমানা প্রাচীর এই খাস জমিতে নির্মাণ করলে তাদের ব্যবসা ও জীবিকা বিপন্ন হবে। চা বিক্রেতা বজলুর রহমান বলেন, “জনগণের দাবি উপেক্ষা করে যদি বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণ করে, আমরা আমাদের জীবন দিয়ে প্রতিরোধ করব।”
এদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাপিয়া খাতুন দাবি করেন, প্রাচীর সম্পূর্ণ বিদ্যালয়ের জমিতে নির্মাণ হচ্ছে, কোনো খাস জমি ব্যবহার করা হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, বিষয়টি খতিয়ে দেখছেন এবং প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় যে কোনো সময় স্কুল কর্তৃপক্ষ ও ব্যবসায়ীসহ এলাকাবাসীর মধ্যে বড় ধরনের সংঘর্ষ ঘটার আশঙ্কা করা হচ্ছে।