রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (৬অক্টোবর) দুপুরে ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুর রহমান কৃষি জমিতে কাজ করতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
ইউপি পরিষদের সদস্য আবু আব্দুল্লা জানান, বৃষ্টির মধ্যে তিনি কৃষি জমিতে কাজ করতে যান। বেলা বাড়লেও তিনি বাড়িতে না ফেরায় তাকে খুঁজাখোজি করে জমিতে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। এসময় তার মুখের অংশ কালো হয়েছিল।
কমলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।