শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজার- টেকনাফ মডেল থানার (ওসি), আবু জায়েদ মো.নাজমুন নূর,চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্ট
সৌজন্য সাক্ষাৎ! রোববার (৫ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন,এক জন আরেক জনের খোঁজ-খবর নেন বৈঠকে জেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা
কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, সাংবাদিক কামরুল ইসলাম। এ সময় টেকনাফ মডেল থানার (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, জীবনের সর্বাবস্থায় প্রতিটি পদক্ষেপে শৃঙ্খলা প্রয়োজন। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনের পরিম-লে শৃঙ্খলিত না হলে সমাজ ভেঙে পড়তে বাধ্য। ব্যক্তি যেখানে নিজেকে গড়ে তোলে আগামীর জন্য, সেখানে তার মধ্যে যদি শৃঙ্খলা না থাকে তাহলে গড়া তো দূরের কথা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকেই ছিটকে পড়ার আশঙ্কা বেশি। ছাত্রজীবনে, পরিবারে, সমাজে, সংগঠনে, ক্যাম্পাসে, পাঠাভ্যাসে যদি শৃঙ্খলার চর্চা না হয় তাহলে বৃহত্তর কর্মক্ষেত্রে যখন পা বাড়াবে তখন তা হবে জীবনের জন্য দুর্বোধ্য দেয়াল। আগে শৃঙ্খলার চর্চা না থাকায় কর্মজীবনকে বেশি কষ্টসাধ্য এমনকি কঠিন আজাবের মতো মনে হবে। এ কথা সর্বজনবিদিত যে, শৃঙ্খলাহীন জীবন কুলকিনারাহীন নদীর মতো। চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, সাংবাদিক কামরুল ইসলাম বলেন,পৃথিবীর সব সৃষ্টিই শৃঙ্খলার অধীন। যদি তাই না হতো তাহলে সব ধ্বংস হয়ে যেত। এই বিশাল ব্রহ্মা-, গ্রহ-নক্ষত্র সব কিছুই তার নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। আল্লাহতায়ালা মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ‘আর প্রত্যেকেই তার আপন কক্ষ পথে পরিভ্রমণ করছে।