বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বসু (৬০) নামে জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে সেখানে প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত হয়। তিনি ওই এলাকার ছুতা প্রামাণিকের ছেলে।
হাসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, বসু দীর্ঘদিন ধরে মাছ ধরা কাজ করতেন। আজও মাছ ধরার উদ্দেশ্যে বিলের পাড়ে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত হলে বসু মুহূর্তের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান।
তিনি জানান, আজ দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। বজ্রপাতের কারণে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আমাদের সবাইকে শোকাহত করেছে। এলাকাবাসীকে নিরাপদে থাকার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।