মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
ফয়সাল আহমেদ, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকাল তিনটায় গোয়ালন্দ বাজারের আনসার ক্লাব প্রাঙ্গণে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির মনজুরুল আলম দুলাল, নইম আনসারী, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আলম বকুল, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস,
উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, রাজবাড়ী স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক শহীদ পাল , উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রেজাউল করিম মিঠু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তার মাহমুদ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিগত ৫ আগস্ট দেশের ছাত্র-জনতার অনেক তাজা প্রাণ ও রক্তের বিনিময় দেশকে সাড়ে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে এবং দেশের সামরিকবাহিনী ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। আমরা এমনি এক সময় ৭ নভেম্বর পালন করতে যাচ্ছি যখন জাতি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি বলেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর সকল মুক্তিকামী জনতা রাজপথে নেমেছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মেজর জে. খালেদ মোশাররফ পাল্টা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেছিল। তখন আমাদের দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর রাজপথে নেমে খালেদ মোশাররফের ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজত কূরেছিল।
সভায় বক্তারা আগামীদিনে বিএনপির দেশনায়ক তারেক রহমান এর হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রাজবাড়ী -১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর সাংগঠনিক কার্যক্রম কে বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।