রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
ছাত্র-শিক্ষক-কৃষক ভাই ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ইঁদুর নিধন অভিযান শুরু করা হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, ইঁদুর জাতীয় শত্রু। বিশেষ করে আমন ধানের প্রধান শত্রু ইঁদুর। ইঁদুর নিধনের জন্য কৃষকদের আধুনিক বিভিন্ন প্রযুক্তি ও বালাইনাশক ব্যবহারের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংক টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশীদ তালুকদার প্রমুখ।