শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নওগাঁর মান্দা চকমানিক গ্রামে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু ১ জন আটক লামায় বন্য হাতি হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রাজশাহী’র গোদাগাড়ীতে জলপাই খাওয়ার কথা বলে আট বছরের শিশুকে ধর্ষণ বর্ণাঢ্য আয়োজনে-জাতীয় সাংবাদিক সংস্থা লোহাগাড়া শাখার বার্ষিক বনভোজন সম্পন্ন সিএমপি’র কর্ণফুলী থানা কর্তৃক অভিযান গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী তানোরে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন গোদাগাড়ীতে সরকারী খাল পাড়ের গাছ নিধন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ককে বহিষ্কারের দাবিতে মানববন্ধন সমাজসেবায় একুশে পদক পাচ্ছেন ‘চট্টলদরদী’ দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা ‘ইউসুফ চৌধুরী

বাংলার সংগীত পরিচালক শেখ সাদী খানের শুভ জন্মদিন

উজ্জ্বল কুমার সরকারঃ

সুরকার, সংগীত পরিচালক শেখ সাদী খানের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের এক সঙ্গীত সমৃদ্ধশালী পরিবারে ৩রা মার্চ জন্মগ্রহণ করেন। তার বাবা উপমহাদেশের বিখ্যাত সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার জ্যাঠা।

শেখ সাদী খান প্রথম সঙ্গীতের তালিম নেন বাবা ওস্তাদ আয়েত আলী খানের কাছ থেকে। তার বাবার কাছ থেকেই প্রথমত তবলা ও তারপর বেহালা শেখেন। তার শৈশব কাটে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভর্তি হয়ে পড়াশুনার শুরু করেন । পরে ঢাকা এসে ধানমন্ডি উচ্চ বিদ্যালয় থেকে তিনি মেট্রিক পাশ করেন। এরপর আইমিউজ ও বিমিউজ সম্পন্ন করেন ঢাকা সঙ্গীত মহাবিদ্যালয় থেকে।

১৯৬৩ সালে মেজভাই সরোদ বাদক ওস্তাদ বাহাদুর খানের সাথে ভারতে যান বেহালায় উচ্চাঙ্গ সঙ্গীত শেখার জন্য। তিন বছর তার অধীনে তালিম নিয়ে ১৯৬৫ সালে বাংলাদেশে ফিরে আসেন। ১৯৬৫ সালে রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে একজন বেহালা বাদক হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৮ সালে বেহালা বাদক হিসেবে তৎকালীন পাকিস্তান টেলিভিশনে তিনি যোগ দেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুক্ত হন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সঙ্গে। বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ বেতারে তিনি একজন সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দেন। ২০০৭ সালের মার্চে প্রধান সঙ্গীত প্রযোজক হিসেবে বাংলাদেশ বেতার থেকে অবসর নেন।

শেখ সাদী খান সত্তরের দশকে সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলমের সহকারী হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। ১৯৭৭ সালে সঙ্গীত পরিচালক হিসেবে সারাদেশে খ্যাতি লাভ করেন। প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করার সুযোগ পান ১৯৮০ সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত” এখনই সময় ” চলচ্চিত্রে। এ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে বাচসাস পুরস্কার পান।

১৯৮৫ সালে তার সঙ্গীত পরিচালনায় ” সুখের সন্ধানে” চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্না দে। এছাড়া তিনি আশা ভোঁসলে, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, রুনা লায়লা সহ দেশী বিদেশী অনেক শিল্পীর সাথে জীবনে কাজ করেছেন। পুরস্কার ও সম্মাননা সম্পাদনা: শেখ সাদী খান দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও তিনবার বাচসাস পুরস্কার অর্জন করেন। এ ছাড়াও উনার ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com