বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
পরিচ্ছন্নতা শুরুর আগেই শপথ বাক্য পাঠ। তার পরেই নামতে হয় কাজে। টানা কয়েক ঘন্টা চলে পানছড়ির স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের নিয়ে গড়া বিডি ক্লিনের মহতী কাজ।
পরিচ্ছন্ন পানছড়ি গড়তে বিডি ক্লিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পানছড়ির সুশীল সমাজ।
২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে পানছড়ি থানা ভবন ও কোর্ট বিল্ডিং এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জঙ্গল থেকে শুরু করে ময়লা আবর্জনাদি নিমিষেই পরিষ্কার।
বিডি ক্লিনের মতো স্বেচ্ছাসেবী একটি সংগঠনের সদস্য হতে পেরে নিজেদের ভাগ্যবান বলে দাবী করেছেন শাহিন শেখ, দীন ইসলাম, নিউলি মারমা, ফালগুনি সাঁওতালসহ অনেকে। তবে তাদের দাবী আমরা আজ পরিষ্কার করে গেলাম, দুদিন পর আবারও ময়লা আবর্জনায় ভরপুর হবে তেমনটা যেন না হয়। সবাইকে সচেতন হতে হবে।
জেলার সাথে সমন্বয়কারী মো: আবদুল মান্নান, সহ-সমন্বয়ক মনির হোসেন, আইটি সমন্বয়ক মো: ইসমাইল ও লজিস্টিকস সমন্বয়ক মো: শাকিল জানান, এরি মাঝে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, বাজার উচ্চ বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে।
বিডি ক্লিন পানছড়ির সমন্বয়ক সাইফুল ইসলাম খান জানান, পানছড়ি উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের নিয়ে গড়া সংগঠন পানছড়ি বিডি ক্লিন পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে এবং তা চলমান থাকবে।