শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
চকরিয়া পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযানে চালিয়ে কাউন্সিলরসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ মে) ভোরে প্রত্যেককে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটকরা হলেন, চকরিয়া পৌরসভার -মৃত আনোয়ার হোছাইনের ছেলে আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর মো. নুরুস শফি (৪৫), অহিদুর রহমান (৩৫) সাবেক সাধারণ সম্পাদক, হারবাং ইউনিয়ন ছাত্রলীগ, বর্তমান যুবলীগের এর যুগ্ম সাধারণ সম্পাদক হারবাং ইউনিয়ন শাখা, সাবেক চকরিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্র. বুলেট ফারুক (৩৭), থানা চকরিয়া কক্সবাজার। চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগনেতা সহ ৩ জনের আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সালের The Special Powers Act, 1974- 15(3) ধারায় প্রত্যকের মামলা রয়েছে। তিনি আরও বলেন, সকালে চাকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।