শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
তানোরে কু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক পরিবারকে একঘরে সমাজচ্যুত লোহাগাড়ায় মে দিবসে নানা দাবিতে জাতীয়তাবাদী শ্রমিকদের সমাবেশ-র‌্যালি চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী বির্জাখাল খননের প্রথম পর্যায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ৬০ শতাংশ সম্পন্ন চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত চকরিয়া পুলিশের বিশেষ অভিযানে পৌর কাউন্সিলরসহ আটক ৩ রিমান্ড শেষে কারাগারে কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম বিদ্যুৎহীন চট্টগ্রাম দক্ষিণ কক্সবাজার, ভোগান্তিতে পড়েছে জনজীবন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুকূপ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নানা আয়োজনে শুরু বর্ষবরণ লোহাগাড়ায়

চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত

 

চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে বলাকা প্রকাশনের আয়োজনে অনুষ্ঠিত হলো তিনটি সাহিত্যকর্মের প্রকাশনা অনুষ্ঠান। প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে প্রকৌশলী রফিক সিকদার রচিত কাব্য সমগ্র ও নাট্য সমগ্র, এবং ফেরদৌসী সিকদার রচিত আমার ছোটগল্প।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বলাকা প্রকাশনের স্বত্বাধিকারী লেখক জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, এবং সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অধ্যাপক হোসাইন কবির, গবেষক কাইছার কবির, অধ্যক্ষ শিমুল বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন ডা. তৌফিক। প্রকাশিত কাব্যগ্রন্থ থেকে পাঠ করেন আতিক সিকদার, ডা. নাবিলা সিকদার তমা। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রকৌশলী তারিক সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী রেবা বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “একটি পরিবার কীভাবে সাহিত্য ও সংস্কৃতিকে জীবনের অংশ করে তুলতে পারে, আজকের এই অনুষ্ঠান তার এক অনন্য উদাহরণ। রফিক সিকদার এবং ফেরদৌসী সিকদার দম্পতির সাহিত্যচর্চা আমাদের সমাজে বিরল দৃষ্টান্ত হয়ে উঠেছে।”

তিনি বলেন, “কবিতা কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং প্রতিবাদের এক শক্তিশালী হাতিয়ার। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মতোই আজও কবিতায় আমরা শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারি। ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বাস্তবতায় সাহিত্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডা. শাহাদাত আরও বলেন, “প্রকাশিত কাব্য ও নাট্য সমগ্র আমাদের সাহস ও অনুপ্রেরণা দেবে। ফেরদৌসী সিকদারের ছোটগল্পগুলো আমি পড়েছি, এগুলো সমাজকে নতুন করে চিনতে সহায়তা করবে।”

বক্তব্য শেষে তিনি সকল লেখক ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com