শনিবার, ১০ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
তানোরে কু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক পরিবারকে একঘরে সমাজচ্যুত লোহাগাড়ায় মে দিবসে নানা দাবিতে জাতীয়তাবাদী শ্রমিকদের সমাবেশ-র‌্যালি চট্টগ্রামে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে আমীর খসরু মাহমুদ চৌধুরী বির্জাখাল খননের প্রথম পর্যায়ের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ৬০ শতাংশ সম্পন্ন চট্টগ্রামে বলাকা প্রকাশনের গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত চকরিয়া পুলিশের বিশেষ অভিযানে পৌর কাউন্সিলরসহ আটক ৩ রিমান্ড শেষে কারাগারে কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম বিদ্যুৎহীন চট্টগ্রাম দক্ষিণ কক্সবাজার, ভোগান্তিতে পড়েছে জনজীবন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুকূপ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নানা আয়োজনে শুরু বর্ষবরণ লোহাগাড়ায়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুকূপ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

 

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে
আজ মহাসড়কের লোহাগাড়া অংশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নাছির মোল্লা (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও দুজন আহত হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০ টার সময় বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত নাছির মোল্লা উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব-বাগমোয়া এলাকার মাষ্টার আজিজুর রহমানের পুত্র। এ ঘটনায় আহতরা হলেন-লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়াহিদার পাড়ার আব্দুস সাত্তারের পুত্র মোহাম্মদ মোরশেদ (৩৫) ও একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকার নজির আহমদের পুত্র আকতার হোসেন (৫০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের বারআউলিয়া কলেজের সামনে কক্সবাজার অভিমুখী আইকনিক এক্সপ্রেস নামের বাসের সাথে বিপরীতমুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সেখানে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়।

 

তাদের সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আনিকা তাজনিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জন রোগী সকাল সাড়ে ১০ টার সময় ভর্তি হয়। তন্মধ্যে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। অপর দুজনের অবস্থাও আশংকাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এই সড়কটি চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও এর সংকীর্ণতা, বিপজ্জনক বাঁক এবং অবৈধ যানবাহনের দাপটে প্রতিদিনই ঘটছে মারাত্মক দুর্ঘটনা।

 

গত সপ্তাহে শুধুমাত্র লোহাগারা এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনায় ১৭ জন প্রাণ হারিয়েছেন, যা এই সড়কের ভয়াবহ অবস্থাকে আরও স্পষ্ট করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা এসব দুর্ঘটনার জন্য মূলত চালকদের বেপরোয়া গতি, লবণবাহী ট্রাকের পানি ফেলা এবং অটোরিকশা ও থ্রি-হুইলারের অনিয়ন্ত্রিত চলাচলকে দায়ী করছেন। হাইওয়ে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসে এই সড়কে ৫৪টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ৪০ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন।

 

বিশেষ করে চট্টগ্রাম অংশে ৩৭টি দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। রাস্তার অপর্যাপ্ত প্রশস্ততা, বিপজ্জনক বাঁক এবং যানবাহনের অতিরিক্ত চাপ এই দুর্ঘটনাগুলোর মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। স্থানীয়রা জানান, সড়কটি ছয় লেনে উন্নীত করা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়, কারণ বর্তমানে বড় গাড়িগুলো পার্শ্ববর্তী গাড়িকে জায়গা দিতে না পারায় সংঘর্ষ অনিবার্য হয়ে উঠছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা সড়কটি দ্রুত ৬ লেনে উন্নীত করা, ঝুঁকিপূর্ণ বাঁকগুলো পুনর্নির্মাণ এবং অটোরিকশা ও থ্রি-হুইলারের চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

 

বিশেষজ্ঞরা মনে করেন, ট্রাফিক পুলিশের নজরদারি জোরদার করা এবং চালকদের সচেতনতা বৃদ্ধি করলে দুর্ঘটনা কিছুটা কমিয়ে আনা সম্ভব। তবে দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সড়ক অবকাঠামোর উন্নয়ন এবং যানবাহন নিয়ন্ত্রণ কঠোরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। এই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে।এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরকে বলেন, দুর্ঘটনায় আহত ৩ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। দুজনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com