সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
পারভেজ আলী মোহর যশোর অফিস :
যশোর সদরের ঝুমঝুম পুর বালিয়াডাঙ্গা মান্দিয়া গ্রাম থেকে আজ সকালে নুরপুর গ্রামের মহাসিনের মরদেহ উদ্ধার করা হয়। যশোর কোতয়ালি মডেল থানা ও চাঁদপাড়া পুলিশ ফাড়ির সদস্যরা মহসিনের মরদেহ উদ্ধার করে। নিহত মহসিন এলাকায় সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানাযায়। ব্যবসায়ী দ্বন্দ্বে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।মহাসিন গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। তিনি তোলা নুরপুর গ্রামের মসি মন্ডলের ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সাংবাদিকদের বলেন, আজ শুক্রবার সকালে ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মানদিয়া আদর্শপাড়ার আসাদের পুকুরের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেয়া হয়েছে। পরে এলাকাবাসী ৯৯৯ ফোন দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চান। যশোর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই বাছাই করে পরিচয় শনাক্ত করা হয়। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহতের স্বজনদের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় মহাসিন সুদের ব্যবসা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে মহাসিনকে প্রতিপক্ষ হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। তদন্ত চলছে বিস্তারিত জানানো হবে। এই রিপোর্ট লেখা প্রয়োজন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।