প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৩, ৭:০০ অপরাহ্ণ
নীলফামারীর ডোমারে স্কুলে স্কুলে বই বিতরণ উৎসব
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী প্রতিনিধি:
সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারেও উৎসব মুখর পরিবেশে নতুন শিক্ষা বর্ষের প্রথম দিনেই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। গতকাল (১ জানুয়ারী) রবিবার সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।
এর মধ্যে বই বিতরণ প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের সুতিকাগার নামে খ্যাত শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জান্নতুল ফেরদৌস হ্যাপি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন কানিজ, বিদ্যালয়ের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিক প্রমুখ।সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ে সহকারী শিক্ষক তানভির ইসলাম তন্ময়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব রাশেদ মাহমুদ উজ্জল।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খাইরুল ইসলাম সুমন বলেন, নতুন বছরের প্রথম দিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে আমি অনেক আনন্দিত। এ ধারা অব্যাহত থাকলে বছরের শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হয়ে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে সকাল ৯ টা থেকে দিনব্যাপী বিভিন্ন স্কুল ও মাদ্রারাসায় বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসবের মধ্যে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়,ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু প্রতিষ্ঠানের উৎসবে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।অপরদিকে সোনারায় উচ্চ বিদ্যালয়,শালমারা এস সি ও শালমারা বন্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার জনাব আমির হোসেন জানান, এবার উপজেলার ২০০ স্কুলে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফুলসেট, তৃতীয় শ্রেণীর কোন শিক্ষার্থী বই পায়নি তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ৩ টি করে বই দেয়া হয়েছে। বাকি বইগুলো এমাসেই পর্যায়ক্রমে দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF