বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নে চৌধুরীপাড়ায় আগুনে ২১ পরিবারের ৪০টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষ দর্শিরা জানায় শুক্রবার রাতে ওই গ্রামের আব্দুল মতিনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে পরিবারর গুলোর যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এছাড়া ও ২টি গরু ও ২টি ছাগল মারা যায়।
চড়াইখোলা ইউপি পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা জানায় অগ্নিকান্ডে ২১টি পরিবারের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী পরিবার গুলো এখন খোলা আকাশের নিচে তাবু টেনে বসবাস করছে।