বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
নীলফামারীর ডোমারে প্রায়১যুগ পর আইনি লড়াইয়ে জমির মালিকানা ১ জুলাই শুক্রবার ফেরৎপেল ফলিরাম,গলিরাম,অনিল চন্দ্র।
ঘটনা ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে ডুগডুগী বড়গাছা গ্রামে,ব্যক্তিরা হলেন ডাংঙ্গাপাড়া হরিমন্দির এলাকার,গলিরাম,ফলিরাম,অনিল চন্দ্র গং তাদের উভয়ের পিতা মৃত উজানু বর্মন।
বাদীরা ২০১১ সালে বিজ্ঞ সহকারী জজ আদালত ডোমার(নীলফামারী)কোর্টে ১০২,১০৩ নং পুরাতন খতিয়ানে এবং বর্তমান নতুন হাল দাগ ১৩৩ ও১৩৫ নং খতিয়ানে মামলা করে, বিবাদীরা হলেন একই এলাকার সুবাস চন্দ্র রায়,ধউলু,উভয়ের পিতাঃমৃত গকুল চন্দ্র রায়,কেশব চন্দ্র রায়,পিতাঃমৃত,সীতানাথ রায়,খুন্দুরু বর্মন রায়,পিতা মৃতঃআকালু বর্মন গং দয়। যার মামলা নং অন্য২০/২০১১ ইং সেই মামলায় দীর্ঘ এগার বৎসর মামলার রায় পাওয়ার পর বিজ্ঞ সহকারী জজ আদালত ডোমার নীলফামারী এক আদেশ জারী করে,জমির মালিকানা বুঝেদেবার জন্য। এরই পরি প্রেক্ষিতে আমিনের মাধ্যমে মেপে ঢোল পিটিয়ে লাল পতাকা টানিয়ে সীমানা নির্ধারন করে বাদীপক্ষ কে জমি বুঝিয়ে দেয়। আকাশের আবহাওয়া গত কারনে ১২ টি দাগের মধ্যে ৬ টি দাগের জমি মেপে সীমানা নির্ধারণ করে দেয় হয় বাদীপক্ষ কে, জমির পরিমাণ ১ একর সারে ২৬ শতাংশ অবশিষ্ট দাগের জমি গুলো আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানান নীলফামারী জেলা জজের নাজির ভরত চন্দ্র রায়।এসময় আরো উপস্থিত ছিলন, নীলফামারী জেলা কোর্ট এর কমিশনার সাইফুল ইসলাম শাহ্ এ সময় ডোমার থানা প্রশাসন উপস্থিত ছিল।
এ মাইলফলক ঘটনায় আইনের প্রতি শ্রদ্ধা ও আত্মবিশ্বাস কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসীর মনে করেন ।