বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
নীলফামারীতে জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জয় লাভ করে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২৯ জুন) বিকেলে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম পিপিএম (এডিআইজি) এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক, নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রবিউল ইসলাম শাহ্, জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) এর উপ-পরিচালক মোঃ খালিদ হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম প্রমুখ।