রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ২৪ ঘণ্টা পর হুজাইফা নুসরাত আফসীর (৪) নামে এক শিশুর লাশ পাওয়া গেছে। গতকাল দুপুরের দিকে পুলিশ বাড়ির পাশে মসজিদের পুকুর থেকে এ লাশ উদ্ধার করে। পরে এ ঘটনায় ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।জানা গেছে, গত শনিবার টেকনাফ উপজেলার হ্নীলা সিকদারপাড়ার ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ ও নুসরাত জাহান রুম্পার চার বছরের মেয়ে নুসরাত নিখোঁজ হয়।
পরিবারের দাবি, কানের দুল কেড়ে নিয়ে নুসরাতকে হত্যা করা হয় এবং তারপর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ জানায়, উদ্ধার করার পর নুসরাতের কানে দুল পাওয়া যায়নি। মুখে টেপ মোড়ানো থাকার দাগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের ক্লু খুঁজতে ভাড়া বাসার মালিক ফরিদ আহমদের পুত্র ফারেজ (১৪) এবং হোয়াকিয়া পাড়ার জিয়াউর রহমানের ছেলে আরফাত জিয়াকে (১৬) আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং আদালতে ১৬৪ ধারায় ,১ও৭ নাম্বার আসামি স্বীকারোক্তি প্রদান করেন।
তারা কানের দুল ছিনিয়ে নেওয়া এবং নুসরাতকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। পরে পুলিশ-বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আরও চারজনকে আটক করা হয়। এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, নিহত শিশু হুজাইফা নুসরাত আফসীর , পিতা ইন্জিনিয়ার মামুনুর রশীদ বাদী হয়ে গত ৫ অক্টোবর পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন, এবং তারা কানের দুল ছিনিয়ে নেওয়া এবং নুসরাতকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন, পরে আদালতে ১ও৭ নাম্বার আসামি ১৬৪ ধারায় কক্সবাজার আদালতে জবানবন্দি প্রদান করেন!