বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
পারভেজ আলী মোহর নিজস্ব প্রতিনিধিঃ
যশোর রেলস্টেশন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর জুম্মান হত্যাকান্ড ঘটনায় প্রধান অভিযুক্ত ভাগ্নে ইমনকে (১৯) ঢাকার দোহার মধুরচর এলাকা থেকে আটক করেছে র্যাব সদস্যরা।যশোর-৬ ও র্যাব ১০ মুন্সীগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযান চালিয়ে তাকে আটক করে। যশোর রেলস্টেশন ২ নাম্বার প্লাটফর্মের সামনে গত ১০ ফেব্রুয়ারি খুন হন একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুম্মান (৩৪)। এলাকার চিহ্নিত দুর্বৃত্তরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। যশোর শহরের জনবহুল একটি স্থানে এই হত্যাকান্ড ঘটায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার বিষয়ে র্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং ঘটনার সাথে জড়িত হত্যাকারীদের চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। ঘটনাস্থলের ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মাঠে নামেন তারা। হত্যার সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রাখেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জুম্মানকে হত্যার উদ্দেশ্যে কয়েকজন সন্ত্রাসী এলোপাতাড়ি ছুরিকাঘাত করছে। ওই হত্যাকান্ডের বিষয়ে খুলনা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা হয় পরিবারের পক্ষে।
মামলার পর র্যাব ৬ যশোর ক্যাম্পের একাধিক আভিযানিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে।এরপর ১১ ফেব্রুয়ারি ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর জুম্মান হত্যা মামলার ৩ জন আসামি কে আটক করেছে । আর হত্যার সাথে জড়িত অন্য পলাতক আসামিদের আটকে অভিযান অব্যাহত থাকে।
পরবর্তীতে র্যাব ৬ যশোর ক্যাম্পের একটি টিম গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ৪ মার্চ রাতে জানতে পারেন জুম্মান হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ভাগ্নে ইমন (১৯) ঢাকার দোহার মধুরচর এলাকায় আত্মগোপনে আছে। এই তথ্যের ভিত্তিতে ৫ মার্চ সকাল আন