রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা: আকবরশাহ থানার অভিযানে ১২ ঘণ্টায় তিন আসামি গ্রেফতার সিএমপি’র সকল থানার ওসি পদে রদবদল চকবাজারের ওসিকে সিটিএসবিতে বদলি চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে অপহৃত নাজিম উদ্দিন উদ্ধার, অপহরণচক্রের দুই সদস্য গ্রেফতার ডামুড্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত শ্রীবরদী ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়ি আটকে হামলা, গুলি করার হুমকি জামায়াত-বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি, জয় নির্ধারণ করবে যে ভোটাররা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযান গ্রেফতার ১ ভালুকায় দেশনেত্রীর সুস্থতা কামনায় সর্বসাধারণের দোয়া

সাকিবকে নিয়ে বসার আগে তামিমের সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি

স্পোর্টস ডেস্কঃ

অক্টোবরের শুরুতে মাঠে গড়ায় ওয়ানডে বিশ্বকাপ। তারও প্রায় তিন মাস আগে চট্টগ্রামে আফগানিস্তানের ব্পিক্ষে সিরিজে প্রথম ওয়ানডের পরই জাতীয় দলের বাইরে চলে যান তামিম ইকবাল। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে তামিমের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।

এমনকি বিশ্বকাপের খেলা দেখতেও ভারত যাননি। তারপরও বিশ্বকাপ বিপর্যয়ের জন্য এনায়েত হোসেন সিরাজকে প্রধান করে যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি তামিমের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে।

দেশের এক অন্যতম শীর্ষ পত্রিকায় এমন সংবাদ প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তামিম তো দলেই ছিলেন না। বিশ্বকাপ ইস্যুতে তার সম্পৃক্ততাও নেই। তার সঙ্গে কথা বলা কেন?

যদিও তদন্ত কমিটি প্রধান সিনিয়র বোর্ড কর্তা এনায়েত হোসেন সিরাজ আর দুই সদস্য মাহবুব আনাম এবং আকরাম খানের কেউই মুখ ফুটে এ কথা বলেননি যে, তারা তামিম ইকবালকে ডেকেছেন এবং দেশসেরা ওপেনারের সঙ্গে বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে কথা বলবেন।

এনায়েত হোসেন সিরাজের ফোন বন্ধ। আর মাহবুব আনাম বুধবার সন্ধ্যায় জাগো নিউজকে জানিয়েছেন, যেহেতু সিরাজ ভাই (এনায়েত হোসেন সিরাজ) আমাদের তদন্ত কমিটির প্রধান, তাই তিনিই মূল সিদ্ধান্ত নেবেন। তবে আমরা যদি মনে করি কারো সাথে কথা বলা প্রয়োজন হয়, তাহলে কথা বলবো।

তামিম ইকবালের নাম উল্লেখ না করে মাহবুব জানান, আমরা অনেকের সঙ্গেই কথা বলেছি। কয়েকজনের সঙ্গে কথা বলা বাকি।তারা কারা? তার মধ্যে তামিম আছেন কি? সেটা পরিষ্কার না করলেও মাহবুব আনাম জানিয়েছেন, এর মধ্যে সাকিব আল হাসানের সঙ্গে কথা হয়নি তাদের। সাকিব জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যস্ত।

এদিকে খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, তামিমের সঙ্গে বসবে তদন্ত কমিটি। তামিম দেশে ছিলেন না। ব্যক্তিগত সফরে আরব আমিরাত গিয়েছিলেন। আজ ৩ জানুয়ারি তার দেশে ফেরার কথা। ফেরার পর তার সঙ্গে কথা বলবে তদন্ত কমিটি।

মাহবুব আনাম আরও জানিয়েছেন, তারা কাজ কর্ম অনেকটাই গুছিয়ে এনেছেন। বিসিবি পরিচালক পর্ষদের পরবর্তী সভার আগেই বোর্ডে রিপোর্ট জমা দেওয়া হবে।

জানা গেছে, আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের পরে বিসিবির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। তদন্ত কমিটির কোনো সদস্য প্রকৃত কারণটা মুখ ফুটে না বললেও ভেতরের খবর, কমিটি মনে করছে জাতীয় দলের বিশ্বকাপ ব্যর্থতার সঙ্গে তামিম ইকবালেরও পরোক্ষ সম্পৃক্ততা আছে।

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। সূত্র জানিয়েছে, শুধু নির্বাচনী প্রচার কাজে ব্যস্ততার কারণেই যে সাকিবের সাথে তদন্ত কমিটি কথা বলেনি, তা নয়। আসলে তদন্ত কমিটি চাচ্ছে আগে তামিম ইকবালের সঙ্গে কথা বলে নিতে।

তারপর তামিমের কথাবার্তার আলোকে সাকিবের সঙ্গে কথা বলা হবে এবং তার মতামত জানতে চাওয়া হবে। তামিম ইস্যুতে সাকিবকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা গেছে, তদন্ত কমিটি তামিমের হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়ে বসার কারণও জানতে চাইবে। ২০২৩ সালের জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম খেলা শেষে তামিম চট্টগ্রামে হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে বসেন। তদন্ত কমিটি তার কাছে সে কারণ জানতে চাইবে এবং তার ভাষ্য নেবে।

তামিমের অবসরের সঙ্গে সাকিব ও অন্য কারো সম্পৃক্ততা ছিল কিনা, বিশ্বকাপ দলে এই ওপেনারের না থাকায় তার কোনো ভূমিকা ছিল কিনা? সেটাও খুঁটিয়ে দেখতে চাচ্ছে তদন্ত কমিটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com