বাংলাদেশ প্রতিদিন খবর
- রবিবার ৩ জুলাই, ২০২২ / ৯৪ জন দেখেছে
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম হোসেন, বিপিএম(বার) ও আতিঃপুলিশ সুপার সনাতন চক্রবর্তী,(ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার আফিসার কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে ০৬(ছয়)মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার অভিযানে। রাজশাহী গুদাগাড়ি পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিকনির্দেশনায় গতকাল (২ জুলাই) শনিবার তানোর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর W/A মুলে ০৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ মেজর আলী, পিতা-মোঃ সোলেমান শাহ, গ্রাম-সিলিমপুর, থানা-তানোর, জেলা-রাজশাহী এবং সিআর W/A মুলে ০৩ (তিন) মাসের সাজাপ্রাপ্ত আসামী ১। মোঃ মকবুল হোসেন মজনু, পিতা-মোঃ মৃত উমেদ আলী গ্রাম-মালশিরা, থানা-তানোর, জেলা-রাজশাহী ও সিআর W/A মুলে আসামী ১। মোঃ মকবুল হোসেন মজু, পিতা-মোঃ মৃত উমেদ আলী গ্রাম-মালশিরা, থানা-তানোর, জেলা-রাজশাহী এবং নিয়মিত মামলার ০২ (দুই) জন আসামী সহ সর্বমোট ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার করতঃ অদ্য ইং ০৩/০৭/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।