শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন
শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্দ ক্যাবরাল পদত্যাগ করেছেন। সোমবার (৪ এপ্রিল) দেশটির সব মন্ত্রী পদত্যাগ করার পরই এ ঘোষণা দিলেন তিনি।
সোমবার এক টুইটার পোস্টে ক্যাবরাল বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট প্রস্তাবটি গ্রহণ করেছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্টভাবে জানা যায়নি।
উল্লেখ্য, অজিথ নিভার্দ ক্যাবরাল একজন অভিজ্ঞ নীতিনির্ধারক।
এর আগে অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ সদস্য পদত্যাগ করেন।
রোববার (৩ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকের পর তারা একযোগে পদত্যাগ করেন।
খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কারণে জনগণের ক্ষোভের মুখে যারা পদত্যাগ করেছেন, তাদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিন সদস্য রয়েছেন।
রাজাপাকসে পরিবারের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল পদত্যাগ করেছেন।