রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা: আকবরশাহ থানার অভিযানে ১২ ঘণ্টায় তিন আসামি গ্রেফতার সিএমপি’র সকল থানার ওসি পদে রদবদল চকবাজারের ওসিকে সিটিএসবিতে বদলি চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে ডা. শফিকুর রহমান চট্টগ্রামে অপহৃত নাজিম উদ্দিন উদ্ধার, অপহরণচক্রের দুই সদস্য গ্রেফতার ডামুড্যায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত শ্রীবরদী ভায়াডাঙ্গা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের গাড়ি আটকে হামলা, গুলি করার হুমকি জামায়াত-বিএনপির লড়াই হবে হাড্ডাহাড্ডি, জয় নির্ধারণ করবে যে ভোটাররা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‌্যাব-৭ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযান গ্রেফতার ১ ভালুকায় দেশনেত্রীর সুস্থতা কামনায় সর্বসাধারণের দোয়া

পুঠিয়ায় পুলিশ পরিচয়ে রাতে বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

 

রাজশাহী জেলা :

রাজশাহীর পুঠিয়ায় পুলিশ পরিচয়ে এক নারীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

ডাকাতদের ৭ থেকে ৮ জনের একটি দল বাড়ির দরজায় এসে ডাকাডাকি করে তখন পরিচয় জানতে চাইলে ডাকাতেরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে ভেতরে ঢোকেন।

পরে ছয় বছরের শিশুকে জিম্মি ও নারীকে ছুরি আঘাত করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। ভুক্তভোগী ওই নারীর নাম মোছাঃ হাসিনা। তিনি সৈয়দপুর গ্রামের আক্কাসের স্ত্রী।

 

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী ওই নারি বলেন, আমি ঘুমিয়ে ছিলাম গভীর রাতে ৭ থেকে ৮ জন বাড়ির দরজায় ডাকাডাকি করে। তখন তাঁদের পরিচয় জানতে চাইলে বলা হয়, পুলিশের লোক। পরে ভেতরে ঢুকে ৬ বছর বয়সী মেয়ের জিম্মি করে বাক্সের তালা খুলতে বলে আমি খুলে দিলে আমার ছেলের বউয়ের স্বর্ণের গয়না ও টাকা পয়সা নিয়ে নাই আমি বাধা দিতে গেলে আমার চুল ধরে কোব দেয় যার ফলে চুল কেটে মাটিতে পড়ে যায় এবং আমার বাম হাতের বাহু খানিকটা কেটে রক্ত ঝরতে থাকে সে সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে তারা পালিয়ে যায়। তিনি আরো বলেন তাদের মধ্যে আমি তিনজনকে চিনতে পেরেছি। তাদের সাথে আমাদের পূর্বের জমি জমা নিয়ে শত্রুতা ছিল তাদের করা মামলাতে আমার বাড়ির দুই ছেলে জেল হাজতে আছে এবং একজন পলাতক এই সুযোগে তারা রাতে আমার বাড়িটা ঢুকে এই অপকর্ম করে।ঘটনার প্রখ্যাতদর্শী সাজদুল বলেন, ‘আমার বাড়ি এখানেই আমি দেখেছি সেদিন রাতে জুয়েল ভাইয়ের পরিবারের পাঁচজন ছিল, তাদের হাতে হাসুয়া ছিল, আমি ভয় বাধা দেই নাই।’

 

এ বিষয় প্রতিবেশী রাকিবা জেসমিন বলেন হাসিনার চিল্লাচিল্লি শুনে আমি সর্বপ্রথম গিয়ে দেখি প্রচণ্ড কান্নাকাটি করছিল ভয়ে কথা বলার অবস্থায় ছিল না তার ঘরের মধ্যে সবকিছুই লণ্ডভণ্ড ছিল, তার হাতে রক্ত ঝরছিল, তার কাছে জানতে পারলাম কিছু লোক পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে এসব করেছে। আমরা চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানাই কিন্তু দুই দিন হয়ে গেছে পুলিশ আসতে দেখে নাই।

 

জামাল উদ্দিন নামের এক ব্যক্তি বলেন: গভীর রাতে চিৎকার চেঁচামেচি শুনে আমি গিয়েছিলাম, এই ঘটনাটি আমার কাছে মনে হচ্ছ পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে তাদের শত্রু পক্ষ ঘটিয়েছে।

 

প্রতিবেশী মনসুর রহমান মানিক বলেন: এটা সরাসরি ডাকাতি হয়েছে, আমরা চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখি ওই মহিলার অবস্থা খুবই নাজেহাল পাঁচ বছরের শিশু ও কান্নাকাটি করছিল, আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি এবং ৯৯৯ ফোন দিই তারা আমাদের ঠিকানা নিয়েছে কিন্তু তখন পুলিশ আসে নাই। তিনদিন পরে আজকে পুলিশ এসেছিল।

 

এ বিষয়ে ভুক্তভোগীর ভাই মোঃ লিটন তিনজনের নাম উল্লেখ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে ঘটনার দুই দিন পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদেরকে না পাওয়াই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, সৈয়দপুরের বিষয়ে থানায় একটি মামলার কার্যক্রম চলছে। এছাড়াও সরকারি জরুরী সেবার নাম্বার ৯৯৯ ফোন করে উদ্ধারের করেনি পুঠিয়া থানা পুলিশ এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন এ বিষয়ে আমার কিছু জানা নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com