বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃক পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভা ৩ নং ওয়ার্ডের আফতাব উদ্দিন রোডে অত্র এলাকার বসবাসকারীদের সাথে নিয়ে একটি ড্রেন নির্মাণের কাজ ঠিকাদারকে বুঝিয়ে দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। এছাড়াও কাজের গুণগতমান ঠিক রেখে যথাসময়ে কাজ শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় এলাকাবাসী ছাড়াও অত্র কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান দি ব্রিলিয়ান্ট এর স্বত্বাধিকারী মনোয়ার হোসেন মিলন উপস্থিত ছিলেন।