রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের লালবাগের আজিমপুর দায়রা শরিফ আবাসিক এলাকার বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শুরু হওয়া এ অভিযানে কোটি টাকা মূল্যের ছয়টি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়। জব্দকৃত গাড়িগুলোর মধ্যে একটি বিএমডব্লিউ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজী সেলিমের ১২ তলা ভবনের নিচতলায় বিশেষভাবে টিনশেড দিয়ে ঘেরা একটি কক্ষে গাড়িগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কয়েক কোটি টাকার এসব গাড়ির বৈধ কাগজপত্র ভবনের দায়িত্বে থাকা ম্যানেজার দেখাতে ব্যর্থ হন। পাশাপাশি, কেন আলাদা রুমে টিনশেড দিয়ে গাড়িগুলো লুকানো হয়েছিল সে বিষয়েও তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।
অভিযান চলাকালীন ওই ম্যানেজারকে আটক করেছে যৌথবাহিনী।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, অভিযান এখনো চলছে। অভিযান শেষে গাড়িগুলো থানায় নেওয়া হবে এবং বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।