শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার হাটখুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন ভিত্তিক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর ক্রীড়া, সাংস্কৃতিক বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাগমারা উপজেলার হাটখুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন ৫ নং আউচপাড়া ইউপি চেয়ারম্যান, ডিএম. শাফিকুল ইসলাম সাফি।সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় আউচপাড়া ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরষ্কার তুলে দেন ৫ নং আউচপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম. শাফিকুল ইসলাম সাফি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোঃ মুনজুল ইসলাম।সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন হাটখুজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ডিএম.জাহিদুর রহমান ( জাহিদ)।এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৫নং আউচপাড়া ইউনিয়নে ১৪ টি সরকারি প্রাথমি বিদ্যালয়ের সহকারি শিক্ষক এর মধ্যে মোঃ বাবুল হোসেন,মোঃ আনোয়ার হোসেন,মোঃ আঃ হান্নান সরকার,মোঃ রেজাউল করিম,মোছাঃ নাদিরা খাতুন,মোছাঃ ইসমতারা,শ্রী নিশিত সরকার,মোঃ আবেদ আলী প্রঃশিঃ,মোঃ মবেদ আলী সঃশি,মোঃ মুনছুর রহমান প্রঃশিঃ ,মোঃ আঃ খালেক প্রঃশিঃ ,বিধান সরকার সঃশিঃ,মোছাঃ মর্জিনা খাতুন ভারপ্রাপ্ত প্রঃশিঃ ,মোঃ মেহেদী হাসান সঃশিঃ,মোছাঃ শাহানারা খাতুন প্রঃশিঃ,মোঃ আঃ সামাদ অবঃ প্রঃশিঃ,হাটখুজিপুর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বুলবুল হোসেন সঃশিঃ ,মোঃ সিরাজুল ইসলাম সঃশিঃ ,মোঃ আঃ মালেক সঃশিঃ , মোঃ খোয়াজ উদ্দিন সঃশিঃ ,মোঃ জিয়াউর রহমান সঃশিঃ ,মোঃ মানিক হোসেন সঃশিঃ, মোঃ রফিকুল ইসলাম সাজু সঃশিঃ, সাংবাদিক আলমগীর হোসেন,মাস্টার মোঃ সিদ্দিকুর রহমান,ব্যাংকার মোঃ আঃ জলিল,ছাত্র নেতা শাহিন আলম শান্ত,দপ্তরী কাম প্রহরীদের মধ্যে মোঃ আঃ জলিল,মোঃ সোহেল রানা,মোঃ মারুফ হাসান,মোঃ আবু রায়হান,মোঃ মোজাফর হোসেন,মোঃ গোলাম মোস্তফা,মোঃ সোহেল রানা, মোঃ মুনতাজুর রহমান,মোঃ রাসেল রানা, সাংবাদিক মোঃ সোহেল রানা প্রমূখ।
এছাড়াও ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,দপ্তরি কাম প্রহরী ও অভিভাবকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন হাটগাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নাজমুল হক।