মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় আওয়ামী লীগ নেতার ছেলে ভূমি দস্যু, দখলবাজ,সুচতুর সামরুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন জনৈক সেলিম জাহাঙ্গীর।
রবিবার সকালে পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর এমদাদুল হক এর অফিসে উপজেলার লতা গ্রামের আবু বকর মোড়লের ছেলে সেলিম জাহাঙ্গীর লিখিত বক্তব্যে বলেন আলমতলা, লক্ষী খোলা মৌজায় ভূমিহীন রজত সানা,মিনারুল সানা, হোসেন গাইন, আজিজুল সানা,ইছার গাইন সহ ২২ জন ভূমিহীনদের বন্দোবস্ত কৃত জমি সেলিম জাহাঙ্গীর মাছ চাষ করার জন্য ইজারা নেন।
কিন্তু স্বৈরশাসকের সময় আওয়ামী লীগ নেতা মৃত সদর উদ্দীন মোল্লার ছেলে ভূমি দস্যু সামরুল মোল্লা জোর করে ভোগ দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়।
৫ আগষ্ট স্বৈরশাসকের পতনের পর সামরুল মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এলাকায় ফিরে আসার জন্য সুকৌশলে বিএনপির একটি গ্রুপের ইন্ধনে উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদারের নামে মিথ্যা, কাল্পনিক, মানহানিকর ,মনগড়া সাংবাদিক সম্মেলন করেছে।
আমি উক্ত সাংবাদিক সম্মেলনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান।