বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
মো: সেলিম উদ্দিন খান, জেলা প্রতিনিধি:
মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল১৪ দিন আগে।
একই সঙ্গে ওই কমিটির দুই নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে বহিষ্কার হয়েছে, এরপর হইতে কমিটি ছাড়াই চলছে নগর যুবদলের কার্যক্রম।
তবে থেমে নেই নতুন কমিটির পদ প্রত্যাশীরা। নেতৃত্বে আসতে তারা কেন্দ্রে গিয়ে নানাভাবে লবিং চালিয়ে যাচ্ছেন।
একইসাথে স্থানীয় বিএনপি নেতাদের কাছেও তারা তদবির করছেন। গত ১৩ জুন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ছিল কেন্দ্র।
এরপর গত ৭ জুলাই নগর বিএনপি নেতা এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুর রহমানকে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কিন্তু তিন মাসেও হলো না নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। দলের মুরব্বি সংগঠন বিএনপির মতো যুবদলের কমিটি ঘোষণা একইভাবে বিলম্বিত হবে কিনা এ নিয়েও নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নগর যুবদলের নেতাকর্মীর মধ্যে। তারপরও বসে নেই পদ প্রত্য।