মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
প্রেস রিলিজ:
হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৬টি মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী মনছুর ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সিএমপির খুলশী থানা পুলিশ।
সিএমপির খুলশী থানার এসআই (নিরস্ত্র) নুরুল ইসলাম দিপু সঙ্গীয় এএসআই মানিক মিয়া ও ফোর্সসহ বরগুনা জেলা পুলিশের সহযোগিতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বরগুনা জেলার সদর থানাধীন কাঠবুনিয়া ৭নং মুসল্লি বাড়িতে অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী মনছুর আহমেদ (৪৫) প্রকাশ মনছুর ডাকাতকে গতকাল ১১/১১/২০২৪ খ্রি. (১০ নভেম্বর দিবাগত) রাত আনুমানিক ০৩.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করে। গ্রেফতারকৃত মনছুর একজন পেশাদার ভাড়াকৃত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত ও ছিনতাইকারী। গ্রেফতারের পর তাকে খুলশী থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার দেখানোমতে খুলশী থানাধীন রেলওয়ের ক্যান্টিন গেইটস্থ কালভাটের পশ্চিম পাশে নালার মধ্যে মাটির নিচ থেকে কালো পলিথিন দ্বারা মোড়ানো একটি দেশীয় এলজি ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে খুলশী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মনছুরের নেতৃত্বে চারজন সন্ত্রাসী গত ২৩ আগস্ট রাত ৩:০০টার সময় ফাঁকা গুলি বর্ষণ করে পাহাড়তলী বাজারের ব্যবসায়ী মোঃ হেলালের ডিমের আড়ত থেকে ৮০ হাজার টাকা লুট করে। এছাড়াও আসামি গত ৪ নভেম্বর খুলশী থানাধীন প্রীতিলতা রেলওয়ে হাসপাতাল কলোনির মনার অটোরিক্সা গ্যারেজে ত্রাস সৃষ্টি করে মোঃ ইলিয়াস (৩০) নামীয় এক ব্যক্তিকে গুলিবিদ্ধ করে। খুলশী থানাধীন ২নং গেইট বেবী সুপার মার্কেট সংলগ্ন আনোয়ারা গার্মেন্টেসের সামনে গত ২১ অক্টোবর সংঘটিত স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার প্রকৃত আসামিও সে।
২০১৮ সালের মনসুরের স্ত্রী কোহিনুর বেগমকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। ২০১৮ সালের ৪ এপ্রিল পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়ত রানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মাসুদ রানাকে খুনের মামলার আসামি এই মনসুর। টাকা লুট করতে বাধা দেওয়ায় তাঁকে খুন করা হয়। এই ঘটনার পর অস্ত্র–গুলিসহ মনসুরকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। আবার জড়িয়ে পড়েন অপরাধে। বর্তমানে মাসুদ হত্যা মামলাটি বিচারাধীন। মনছুর আহমেদ প্রকাশ মনছুর ডাকাতের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের বিভিন্ন থানায় অস্ত্র/ ডাকাতি/ চাঁদাবাজির ৭টি মামলা এবং দেশে বিভিন্ন থানায় আরো ৯টি মামলায় অভিযুক্ত।
জিজ্ঞাসাবাদে সে সকল ঘটনা স্বীকার করে। এছাড়াও জিজ্ঞাসাবাদে সে জানায় যে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম মহানগর এলাকায় সে ভাড়ায় নিয়োজিত হয়ে ছাত্র-জনতার উপরে হামলা করেছিল।